শরীয়তপুর সম্পর্কৃৃৃত তথ্য - SHARIATPUR.BD
SUBTOTAL :

Music

শরীয়তপুর সম্পর্কৃৃৃত তথ্য

জেলার নামঃ শরীয়তপুর৷

প্রতিষ্ঠা কালঃ ১৯৮৪ খ্রিঃ৷
অবস্থানঃ রাজধানী ঢাকা হতে 71 কিঃমিঃ দূরে৷
শরিয়তপুর জেলার আয়তন ১১৮১.৫৩ বর্গকিলোমিটার।[৩] এই জেলার উত্তরে মুন্সীগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পুর্বে চাঁদপুর জেলা এবং পশ্চিমে মাদারিপুর জেলা। গড় তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। গড় বৃষ্টিপাত ২১০৫ মি মি। এটি মূলত চর এলাকা।


প্রশাসনিক এলাকাসমূহসম্পাদনা


শরিয়তপুর জেলা ৬ টি উপজেলা, 
৭ টি থানা,
 ৫টি মিউনিসিপ্যালিটি, 
৬৪টি ইউনিয়ন পরিষদ,
 ৪৫টি ওয়ার্ড, 
৯৩টি মহল্লা, 
১২৩০টি গ্রাম এবং 
৬০৭টি মৌজা নিয়ে গঠিত।
এই জেলার উপজেলাগুলো হলঃ
  1. শরীয়তপুর সদর উপজেলা
  2. জাজিরা উপজেলা
  3. গোসাইরহাট উপজেলা
  4. ডামুড্যা উপজেলা
  5. ভেদরগঞ্জ উপজেলা
  6. নড়িয়া উপজেলা
  7. সখিপুর থানা
এগুলোর বাইরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুরকে থানার মর্যাদা দেওয়া হয়েছে।[৪]


0 Reviews: