আমি আওয়ামিলীগ সাপোর্ট করিনা, সত্যিকারে আমি একজন(........),
আমি সে দলকে ভালোবাসি মন থেকে।যে কথাটা বলতাম সেটা হলো আমরা সকলে যানি, আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু সাথে লরতেছে, তো যেটা লক্ষ করলাম, fb তে গেলেই দেখি কেউ তার মৃত্যু কামনা করতেছে, কেউ তার জাহান্নাম কামনা করতেছে, কিন্তু আমরা নিজেরাও জানি কারো মৃত্যু কামনা ঠিক না, আমাদের শিক্ষা গ্রহন প্রয়োজন, রাসুল (সাঃ) তাইফ বাসীর ধংশ কামনা না করে তাদের হেদায়েত কামনা করেছিলো।
আর আমরা একজন মানুষের সুস্থততা কামনা না করে মৃত্যু কামনা করছি।
আমরা কি আদৌ মুসলিম??? কিছু দিন আগে পাকিস্তান থেকে,ভারতীয় এক পাইলট কে আটক করার পরে মেরে পেলতে পারতো, কিন্তু তা না করে তাকে সুস্থ সেবা দিয়ে তার দেশে পুনরায় ফেরত দিয়েছে,তো আমাদের প্রয়োজন তার মৃত্যু কামনা না করে তার সুস্থতার জন্য দোয়া করা।
0 Reviews:
Post a Comment