Pages

Tuesday, March 5, 2019

উনি চমৎকার আছেন! এসব অসুখ বিসুখে কাবু হবার লোক ওবায়দুল কাদের নয়

উনি চমৎকার আছেন! এসব অসুখ বিসুখে কাবু হবার লোক ওবায়দুল কাদের নয়! - ইনু ।
ভিডিওটা দেখে কি ধরনের মন্তব্য করবেন তা
আপনার একান্ত ব্যক্তিগত।


আমি নাউযুবিল্লাহ্ বলে মাননীয় স্পীকার এর কাছে জানতে চাই যখন একজন সাংসদ ও মন্ত্রী অসুস্থ বলে পুরো দেশের মানুষ তাদের যার যার অবস্থান থেকে অভিব্যক্তি প্রকাশ করছে, আওয়ামী লীগের চির প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতারা যাচ্ছেন চিকিৎসার খোঁজ খবর নিতে,
সারা মিডিয়া জুড়ে হৈচৈ পড়ে গেছে সরকার ও বিএসএমএমইউ’র ডাক্তাররা নির্ঘুম রাত কাটাচ্ছেন, উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা দেবী শেঠি কে আনা হচ্ছে চিকিৎসার পরামর্শের জন্য ঠিক এ সেমুহূর্তে সরকারের জোটে থাকা একজন সাংসদ ও সাবেক মন্ত্রী কিভাবে বলে উনি চমৎকার আছেন? কোন রোগ উনাকে কাবু করতে পারে না!!
এই ভিডিও কি গুজব??


উনি যদি চমৎকার ই থাকবেন তাহলে বিদেশ থেকে ডাঃ আনতে হচ্ছে কেন?
কাদের সাহেবের অসুস্থা নিয়ে ইনু কি মিথ্যা তথ্য দিয়েছেন নাকি ডাক্তার, সরকার ও মিডিয়া??
যেহেতু ওবায়দুল কাদের একজন মন্ত্রী ও ইনু সাংসদ সেহেতু মাননীয় স্পীকার সংসদে রুলিং দিয়ে জাতির কাছে খোলাসা করবেন কি??\


No comments:

Post a Comment