সহীহ নূরানি নামাজ শিক্ষা (একের ভেতর সব)
সকল প্রশংসা আল্লাহর জন্য।
জায়নামাজে দাঁড়িয়ে দুয়া পড়া
---===---
হযরত ইব্রাহীম (আঃ) এই দুয়া পড়েছিলেন -
আরবি উচ্চারণঃ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَالسَّمَوَتِ وَاْلاَرْضَ حَنِيْفَاوَّمَااَنَا مِنَ الْمُشْرِكِيْنَ
বাংলা উচ্চারণঃ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
ইন্নি ওয়াজ্জাহাতু ওজহিয়া লিল্লাযী ফাতারাচ্ছামাওয়াতি ওয়াল আরদা হানিফাঁও ওয়ামা আনা মিনাল মুশরিকীন।
অর্থ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ।
নিশ্চই আমি তাঁহার দিকে মুখ ফিরাইলাম, যিনি আসমান জমিন সৃষ্টি করিয়াছেন। আমি মুশরিকদিগের দলভুক্ত নহি।
নিশ্চই আমি তাঁহার দিকে মুখ ফিরাইলাম, যিনি আসমান জমিন সৃষ্টি করিয়াছেন। আমি মুশরিকদিগের দলভুক্ত নহি।
0 Reviews:
Post a Comment