যাওয়ালের নামায পড়ার নিয়ম - SHARIATPUR.BD
Name
Price
Qty
SubTotal
SUBTOTAL :$0.00

Music

সহীহ নূরানি নামাজ শিক্ষা
যাওয়ালের নামায পড়ার নিয়ম

যাওয়ালের নামায পড়ার নিয়ম

সহীহ নূরানি নামাজ শিক্ষা
Short Description:

Product Description


সহীহ নূরানি নামাজ শিক্ষা (একের ভেতর সব)


সকল প্রশংসা আল্লাহর জন্য।

যাওয়ালের নামায পড়ার নিয়ম


---===---
ফজীলতপূর্ণ নফল নামায হচ্ছে 'যাওয়ালের নামায'

উল্লেখ্য, সময়সংশ্লিষ্ট উক্ত নফল নামাযসমূহ ছাড়াও ‌'যাওয়ালের নামায' নামে আরেকটি ফজীলতপুর্ণ নফল নামায রয়েছে।
এ নামায দুপুরে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার সাথে সাথে আদায় করতে হয়। যেমন, নামাযের স্থায়ী সময়সূচি ক্যালেন্ডারে যোহরের যে শুরু ওয়াক্ত দেয়া হয়, সেটাই সূর্য ঢলার সময়। সেই সময় হওয়ার সাথে সাথে যাওয়ালের নামায হিসেবে চার রাক'আত নফল নামায পড়তে হয়।

এ সমযের নামাযের ফজীলত হলো--
এ সময় আল্লাহ তা'আলা আসমানের সব দরজা খুলে দেন এবং আছানীর সাথে সব ইবাদত-বন্দেগী ও দু’আ কবুল হয়। (জামি‌ তিরমিযী, হাদীস নং ৪৭৮)

0 Reviews: