কিছু হইলেই বিদেশে দৌড় মারেন,,
বায়ু দুষণ করলেও সিঙ্গাপুরে চলে যান!! মাথা ব্যথা হলে যায় চেন্নাই,,মুম্বাই,,থাইল্যান্ডে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদে যাবার জন্য উড়াল দেন!! বাংলাদেশের যত প্রেসিডেন্ট মারা গেছেন,, সবাই মাউন্ট এলিজাবেদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন!!!
বায়ু দুষণ করলেও সিঙ্গাপুরে চলে যান!! মাথা ব্যথা হলে যায় চেন্নাই,,মুম্বাই,,থাইল্যান্ডে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদে যাবার জন্য উড়াল দেন!! বাংলাদেশের যত প্রেসিডেন্ট মারা গেছেন,, সবাই মাউন্ট এলিজাবেদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন!!!
দেশে মরতেও মন চায় না,,
আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদ্বয় তিনি তো নিয়মিত সিঙ্গাপুরে যান চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য!!
কেন আপনারা ওখানে যাবেন??? নিজের দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করে এখানে চিকিৎসা করানো যায় না??!!
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির বিন মোহাম্মদ এর নাম শুনেছেন নিশ্চই! তার এমন রোগ হয়েছে,, এনজিওগ্রাম,,এনজিওপ্লাস্টি করতে হবে,, হার্টে রিং বসাতে হবে। কিন্তু এই চিকিৎসা প্রযুক্তি মালয়েশিয়াতে নেই,, আছে সিঙ্গাপুরে,,কিন্তু ওই সময় মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের দ্বন্ধ,,দুই দেশের ঝগড়া,,
মালয়েশিয়ার চিকিৎসকরা বললেন,, আপনি মালয়েশিয়াতে এই চিকিৎসা পাবেন না,,বাঁচতে চাইলে সিঙ্গাপুর চলে যান,, ওখানে গিয়ে হার্টের মধ্যে রিং লাগান,,
কিন্তু মাহাথির বলেন, "না-না, এখন আমি সিঙ্গাপুর যাওয়া মানে সিঙ্গাপুরকে স্যালুট করে আসা!!!আমার দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করো,, আমার মালয়েশিয়ায় এই প্রযুক্তি আনো,, আমার দেশের মধ্যে এই উন্নত ব্যবস্থা আনো,,তারপর মালয়েশিয়ার হাসপাতালের বেডে বসে আমি হার্টের রিং লাগাবো!! এতদিন যদি আমি বেঁচে যাই তবে বাঁচবো,, নাহলে দেশের হাসপাতালের বেডেই মরবো!!
নেতা তো এমনই চাই!!!
0 Reviews:
Post a Comment